Site icon

জানেন দেশের ৪র্থ বৃহত্তম শিল্প কী?

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের একটি সমীক্ষা বলছে বিয়ে এখন বড় শিল্প। গাড়ি, বাড়ি গয়না, ব্যান্ড, বাজনা, বারাত নিয়ে বিবাহ এখন দেশের ৪র্থ বৃহত্তম শিল্প। মন্দাতেও এই শিল্পের জোয়ার কমেনি। ভারতীয়দের সঞ্চয়ের ৭০% থেকে ৮০% খরচ হয় বিয়েতে। এবছরে এ পর্যন্ত ৩৫ লক্ষ বিয়ে হয়েছে। ২০২৩এ বিয়েতে ব্যবসার পরিমাণ ৪.২৫ লক্ষ কোটি টাকা।

২০২২ এ ৩২ লক্ষ বিবাহ হয় ভারতে। ব্যবসার পরিমাণ ৩.৭৫ লক্ষ কোটি টাকা। ২০১৯ এর তুলনায় ২০২২ এ ৪২.৫% ব্যবসা বেড়েছে। ২০২৩ এ ১২ লক্ষ বিয়ের গড় খরচ ১০ লক্ষ টাকা। ৬ লক্ষ বিয়ের খরচ ২৫ লক্ষ টাকা। ৫০ হাজার বিয়ের খরচ ৫০ লক্ষ টাকা। ১ কোটির ওপরে ৫০ হাজার বিয়ের বাজেট ছিল। প্রতি বছর বিয়েতে ৬০,০০০ কোটি টাকার অলঙ্কারের ব্যবসা হয়। পোশাকের ব্যবসা হয় ১০,০০০ কোটি টাকার। হোটেল ও হসপিটালিটি সেক্টরে ব্যবসা হয় ৫,০০০ কোটি টাকার।

  

Exit mobile version