Site icon

Indian Wedding In The Sky: প্লেনের মধ্যে ‘আকাশে’ মেয়ের বিয়ে দিলেন ভারতীয় ব্যবসায়ী, দেখুন VIDEO

দুবাই থেকে ওমান। একটি বিশেষ বোয়িং ৭৪৭ বিমান। ৩ ঘণ্টার ফ্লাইটের যাত্রা পথে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল ভারতীয় ব্যবসায়ীর মেয়ের। দিলীপ পপলি দুবাই ও ভারতে জুয়েলারি ব্যবসার একটি বিখ্যাত নাম। শনিবার তার মেয়ের বিবাহ আকাশে সারলেন। ৩০০ জন অতিথি অংশ নিয়ে ছিলেন বিমানে এই বিয়ের অনুষ্ঠানে। শিখ ঐতিহ্য অনুযায়ী আয়োজিত এই বিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখা হবে।

  

Exit mobile version